Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রাজৈর উপজেলা

"এক নজরে রাজৈর উপজেলা"

ভূমিকাঃ

মাদারীপুর জেলা বাংলাদেশের পদ্মা নদীর তিরবর্তী অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা। ৪ টি উপজেলা নিয়ে এ জেলা গঠিত। তন্মধ্যে  রাজৈর একটি উপজেলা। এ উপজেলাটি অন্য উপজেলা দ্বারা বেষ্টিত। উত্তরে - ভাঙ্গা ও শিবচর উপজেলা,  পূর্বে - মাদারীপুর সদর উপজেলা, দক্ষিনে- কোটালীপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে মুকসুদপুর ও ভাঙ্গা উপজেলা।  এ উপজেলা ২৩ ডিগ্রী উত্তর অংশ, ৯০ ডিগ্রী দক্ষিণ দ্রাঘিমাংশে অবস্থিত । এ উপজেলার দর্শনীয় স্থান হাজী শরীয়তুলল্লার বাড়ী, শ্রী শ্রী প্রণবমঠ, শামিত্মকেন্দ্র। টেকেরহাট এই উপজেলার গুরুত্বপূর্ণ হাটবাজার। পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে এ উপজেলার গুরুত্ব অপরিসীম। এ উপজেলার মধ্য দিয়ে কালীগঙ্গা নদী প্রবাহিত হয়েছে। এ উপজেলায় অনেক খাল, বিল, পুকুর ছাড়াও ছোট ছোট নদী-নালা রয়েছে। এ উপজেলার আয়তন ২২৯.২৮বর্গকিলোমিটার।