Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Rajoir Upazila at a glance

"এক নজরে রাজৈর উপজেলা"

ভূমিকাঃ

মাদারীপুর জেলা বাংলাদেশের পদ্মা নদীর তিরবর্তী অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা। ৪ টি উপজেলা নিয়ে এ জেলা গঠিত। তন্মধ্যে  রাজৈর একটি উপজেলা। এ উপজেলাটি অন্য উপজেলা দ্বারা বেষ্টিত। উত্তরে - ভাঙ্গা ও শিবচর উপজেলা,  পূর্বে - মাদারীপুর সদর উপজেলা, দক্ষিনে- কোটালীপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে মুকসুদপুর ও ভাঙ্গা উপজেলা।  এ উপজেলা ২৩ ডিগ্রী উত্তর অংশ, ৯০ ডিগ্রী দক্ষিণ দ্রাঘিমাংশে অবস্থিত । এ উপজেলার দর্শনীয় স্থান হাজী শরীয়তুলল্লার বাড়ী, শ্রী শ্রী প্রণবমঠ, শামিত্মকেন্দ্র। টেকেরহাট এই উপজেলার গুরুত্বপূর্ণ হাটবাজার। পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে এ উপজেলার গুরুত্ব অপরিসীম। এ উপজেলার মধ্য দিয়ে কালীগঙ্গা নদী প্রবাহিত হয়েছে। এ উপজেলায় অনেক খাল, বিল, পুকুর ছাড়াও ছোট ছোট নদী-নালা রয়েছে। এ উপজেলার আয়তন ২২৯.২৮বর্গকিলোমিটার।